Sylhet Today 24 PRINT

করোনায় প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০২০

মহামারী করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩২২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ২৫ লাখ ৮ হাজার ৮৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৫ হাজার ৫৪৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৬ লাখ ৯৭ হাজার ৪৭৮ জন (৮৫ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩২২ জন রোগী।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০৪১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ২৮৩ জনের মৃত্যু, ১৮ হাজার ৮৬৩ জন আক্রান্ত ও ৩৩৬১ জন সুস্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.