Sylhet Today 24 PRINT

‘হটস্পট’ থেকে আসা ওসমানী হাসপাতালের ৫ নার্সের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২০

চিকিৎসকের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকারা। শুক্রবার একদিনেই এই হাসপাতালের ৫ জন সেবিকাসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া অপর ব্যক্তি হাসপাতালের ওয়ার্ডবয় বলে জানা গেছে।

শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জনই ওসমানী হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এছাড়া এদিন নগরীর একজন, দক্ষিণ সুরমায় পাঁচজন ও সদর উপজেলায় ১ জন এবং ওসমানীনগরের একজনের করোনা শনাক্ত হন।

বিজ্ঞাপন

ওসমানী মেডিকেল কলেজের একাধিক সূত্র জানিয়েছে, শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে চিহ্নিত বিভিন্ন অঞ্চল থেকে থেকে ওসমানী হাসপাতালে যোগ দেওয়ার জন্য সিলেটে আসেন। বাইরে থেকে আসায় তাদের নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

জানা যায়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় সারাদেশের ন্যায় ওসমানী হাসপাতালেও নতুন ১৩৯ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ মে কর্মস্থলে যোগদানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, ৫ জন নার্সসহ ৬ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন। ১৫ এপ্রিল তিনি মারা যান।

শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৫৮ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১১৬ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৬৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.