Sylhet Today 24 PRINT

আলোয় আলোয় সেজেছে নগর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক  |  ১৫ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোয় আলোয় সেজেছে সিলেট নগর। নগরের বিভিন্ন সড়ক ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা করা হয়েছে। আলো দিয়ে স্বাজানা হয়েছে সুরমা নদীর ওপরের কিনব্রিজও।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি প্রায় সব প্রতিষ্ঠানই আলোকসজ্জ্বা করা হয়েছে। আলো দিয়ে লাল-সবুজের রংয়ে সাজানো হয়েছে এসব প্রতিষ্ঠান।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। নানা আয়োজনে এই দুই উপলক্ষে  উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উপলক্ষগুলো উদযাপনে সিলেট সিটি কর্পোরেশন নগরজুড়ে আলোকসজ্জা করেছে।

নগর ভবন, কিন ব্রিজ, কাজিরবাজার সেতু, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়ক, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণের কার্যালয়, সড়ক বিভাজকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত ২১ দিনব্যাপি এই আলোকসজ্জায় সজ্জিত থাকবে বলে সিলেট সিটি করপোরেশন জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.