Sylhet Today 24 PRINT

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে ব্রিটেনের রানীর শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২১

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এই বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেছেন।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন থেকে ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২২ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

ব্রিটেনের রানী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো তার শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মুহূর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা। আমাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবং এর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতো আজো অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামী দিনগুলো আবারো সুন্দর হয়ে ওঠবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.