Sylhet Today 24 PRINT

পরিদর্শন বহিতে শেখ হাসিনা-রেহানার হাতে লেখা অনুভূতি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা পরিদর্শন বহিতে তাদের অনুভূতি লেখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে লেখা কথাগুলোতে উল্লেখ রয়েছে শহীদদের আত্মত্যাগের কথা। তিনি লিখেছেন, ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় দিবসে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং নির্যাতিত সকল মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘যাদের মহান আত্মত্যাগে আজ আমাদের বিজয় তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, সফলতার আলো জ্বালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো এই আমাদের অঙ্গীকার। ইনশা আল্লাহ বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।’

‘আমার মা ভাইদের কথা বার বার মনে পড়ছে। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.