Sylhet Today 24 PRINT

আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৮

আসন বণ্টন নিয়ে আলোচনা করতে সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এরশাদের চিঠি পৌঁছে দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

পরে সুনীল বলেন, আসন বণ্টনের আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে জাপার প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে।

এর আগে এরশাদ ঘোষণা দিয়েছিলেন, বিএনপি ভোটে না এলে জাপা এককভাবে নির্বাচন করবে। বিএনপি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের সঙ্গে জোট করবে জাপা।

জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এর আগে জানিয়েছিলেন, তারা আওয়ামী লীগের কাছে ৭৬ আসন চেয়ে তালিকা দিয়েছেন। আলোচনায় ঠিক হবে কতটি আসনে জাপা মহাজোটের মনোনয়ন পাবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে ৩৪ আসন পাওয়া জাপাকে এবার ৩০টির বেশি আসনে ছাড় দেওয়া হবে না। আসন হারানোর শঙ্কায় থাকা জাপা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্তে আসতে চায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.