Sylhet Today 24 PRINT

পোস্টারে খালেদা-তারেকের ছবি ব্যবহার করা যাবে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানারে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দলীয়প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কিনা? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘প্রার্থীরা চাইলে তাদের (খালেদা ও তারেক) ছবি ব্যবহার করতে পারবেন। এটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আইনে কোনো সমস্যা নেই।’

রোববার শুরু হওয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন দণ্ডিত ও পলাতক আসামি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়া নিয়ে ইসিতে অভিযোগ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারেক রহমান অনলাইনে যেসব কার্যক্রম চালাচ্ছেন, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। ফলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.