Sylhet Today 24 PRINT

মনোনয়ন জমা দিয়েই আরিফের অফিসে মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পাওয়া খন্দকার আব্দুল মুক্তাদির রোববার দুপুরে সিটি মেয়র আরিফুল হকের সাথে সাক্ষাত করেছেন। বেলা সাড়ে ৩টার দিকে নগরভবনে গিয়ে আরিফের সাথে সাক্ষাত করেন মুক্তাদির। এসময় একান্তে প্রায় ১৫মিনিট কথা বলেন দুই নেতা।

সিলেট সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট-১ আসনে মুক্তাদিরের বদলে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছিলেন আরিফুল হক। আরিফ-মুক্তাদিরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলেও সিলেট বিএনপিতে আলোচনা রয়েছে। ফলে মুক্তাদির বিএনপির মনোনয়ন পাওয়ায় আরিফুল হক ও তাঁর অনুসারীরা সক্রিয়ভাবে মাঠে নামবেন কি না এনিয়েও প্রশ্ন রয়েছে নেতাকর্মীদের মধ্যে।

এমন প্রশ্ন আর সন্দেহের মধ্যে রোববার সিলেটে এসে আরিফের সাথে সাক্ষাত করেন খন্দকার মুক্তাদির।


জানা যায়, রোববার দুপুরে বিমানযোগে সিলেট পৌঁছে প্রথমে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান মুক্তাদির। সেখানে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্ধ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের চিঠি জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যারয় থেকে সরাসরি নগর ভবনে যান তিনি। সেখানে মেয়র আরিফের সাথে দেখা করেন বিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্ঠা।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই কল রিসিভ করেননি।

শনিবার (৯ ডিসেম্বর) খণ্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট-১ আসনে চুড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.