Sylhet Today 24 PRINT

সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৮

ফাইল ছবি

সিলেটে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে ঐক্যফ্রন্ট সিলেটে পৌঁছার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিকেল সোয়া ৪টায় তারা সিলেট পৌঁছান।  

সিলেটে আনুষ্ঠানিক প্রচারণা করতে আসা ঐক্যফ্রন্টের অন্যতম নেতারা হলেন- ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়।  

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন ফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। মাজার জিয়ারত কালে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। দুপুরের আগেই মাজার এলাকায় জড়ো হন ঐক্যফ্রন্টের শরীক বিএনপির নেতাকর্মীরা। সেসময় মাজারের প্রধান ফটকের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মাজার জিয়ারতের পর ড. কামাল হোসেন নেতৃত্বে ঐক্যফ্রন্ট একটি দল সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ও  আ স ম আব্দুর রবের নেতৃত্বে অপর একটি দল সিলেটের জৈন্তাপুরের বটতলা এলাকায় গণসংযোগ করবেন বলে জানিয়েছেন ঐকফ্রন্ট নেতারা।    

এর আগে ২৪ অক্টোবর সিলেটে আসেন ঐক্যফ্রন্ট নেতারা। সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.