Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই ভাঙচুর করেছে বলে অভিযোগ বিএনপির।

রোববার (১৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব জানান, ‘পুলিশের সামনেই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত (প্রাডো) গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। নেতা-কর্মীরাও আহত হয়েছে। পুলিশ কিছুই করেনি।’

এ ঘটনায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন, বিএনপির প্রার্থীর ব্যক্তিগত সহকারী হারুন মিয়া আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনিসহ ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রতিদিনই আমাদের সঙ্গে এমন হচ্ছে।’

বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বিজয় মিছিল করছিলাম। সে সময় একটা গাড়ি আমার মিছিলের ভেতরে প্রবেশ করে। এটা বিএনপির প্রার্থী, নাকি অন্য কারও গাড়ি ছিল, তা জানি না। গাড়ি ভাঙচুর হয়েছে কি না, সেটিও জানি না। তবে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী গাড়ি ভাঙচুর করেনি।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। বিষয়টি শুনেছি। আওয়ামী লীগের লোকজন বিজয় মিছিল করছিল বলে শুনেছি। তবে বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজে নিচ্ছে পুলিশ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.