Sylhet Today 24 PRINT

ব্যালটের মাধ্যমে হামলা-মামলার জবাব দিবে জনগণ: মিজানুর রহমান

দোয়ারাবাজার প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, "আওয়ামী লীগ সরকার তাদের পরাজয় নিশ্চিত জেনে ভয়ে পাগল হয়ে গেছে। নতুন করে বিভিন্ন মামলা দেখিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, বিভিন্ন জায়গায় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারের গাড়ি বহরে হামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা। আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে এই সব হামলা-মামলার সমুচিত জবাব দিবে জনগণ।"

সোমবার (১৭ ডিসেম্বর) দোয়ারা বাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের পেশকারগাও, বোগলা বাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার, পশ্চিম বাংলাবাজার,গণসংযোগ শেষে বিভিন্ন পথসভা ও মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

মিজানুর রহমান চৌধুরী বলেন, "দল এবং জোট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনের অংশ নিচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। অতীতের সকল ভুলভ্রান্তি ভুলে কাজ করলেই ধানের জয় নিশ্চিত হবে। এখন আমাদের ঘরে বসে থাকলে চলবে না, ধানের শীষের পক্ষে মা-বোনসহ সবাইকে কাজ করতে হবে।"

তিনি আরো বলেন, "ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের তারা হুমকি ধমকি দিচ্ছে। পথসভা-গণসংযোগে যোগ দিতে বারণ করছে। তাদের রুখে দিতে হবে। ৩০ তারিখ ভোট দিয়ে সারা দিন কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষের বিজয় নিয়ে তবেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ছাতক-দোয়ার কোন উন্নয়ন করেনি। যা করেছে তা হলো লুটপাট। ধানের শীষ বিজয়ী হলে সড়ক যোগাযোগসহ ছাতক ও দোয়রাবাজারের সমান্তরাল উন্নয়নের আশ্বাস দেন তিনি।"

পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, জামায়েত ইসলাম, জমিয়তে ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.