Sylhet Today 24 PRINT

ঢাকায় আসছে ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের তিন সদস্যের প্রতিনিধিদল আগামী ২৮ ডিসেম্বর  ঢাকায় আসছে।

প্রতিনিধিদলে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসার আরিফ আফসাব ও ছত্তিসগড় রাজ্যের প্রধান নির্বাচনী অফিসার সুব্রত সাহো। ভারতের নির্বাচন কমিশনের এই তিন কর্মকর্তা বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ভারত ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করবেন।

এর আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। ১৭ ডিসেম্বর সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এই প্রত্যাশার কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.