Sylhet Today 24 PRINT

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ১৩ ঘণ্টারও কম সময়। এরই মধ্যে সিলেট নগরীর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের যাবতীয় সকল সরঞ্জাম।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে নগরীর সকল কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সকল সরঞ্জাম পাঠানো হচ্ছে।

পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এ সকল সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্যালট পেপার, বাক্স ও অন্যান্য মালামাল বিতরণ চলছে। প্রতি কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল ফোর্স হিসেবে থাকবে। প্রতি উপজেলায় ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

'সরকার নির্ধারণী' সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই  ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির প্রার্থী সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির।

ভোটে সিলেট জেলায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ৪৪, নিয়োজিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ জন। সেনাবাহিনীর ১৪টি ইউনিট সিলেটে মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ২৯.৫ প্লাটুন বিজিবিও নির্বাচনের মাঠে রয়েছে।

এছাড়া নির্বাচনে মোট ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে আছেন ১৫ হাজার ২শত ৫৪ জন। মোট রিজার্ভ ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে আছেন ১৫ হাজার ২৫ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ৬ আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৪ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন। মোট উপজেলা ১৩টি এবং সিটি করপোরেশন একটি।

এর আগে বৃহস্পতিবার রাতে নির্বাচনী সরঞ্জাম সারাদেশের প্রতিটি উপজেলায় পৌঁছানো হয়।

নির্বাচনী সরঞ্জামাদি হল- ব্যালট বক্স, বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম, সিল, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সিল, রাবারের মার্কিং সিল, গালা, সিলগালা করার জন্য পিতলের সিল (ব্রাসসিল), স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি বা হোসিয়ান ব্যাগ, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই-সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপার গম, লোহা/প্লাস্টিক/বাঁশের পাত এবং প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.