Sylhet Today 24 PRINT

কক্সবাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত যুবলীগ কর্মী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

কক্সবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টইটংয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ (২৩) উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়ার আবুল কাশেমের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছাবের আহমদ বলেন, আহত পাঁচজনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের শরীরে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতের জখম রয়েছে। নিহত আব্দুল্লাহর মৃত্যুও হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে।

এ সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়ায় আরেক সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। তারা হলেন আব্দুল মালেক, আহমেদ শফিক, আবু তাহের ও আবুল নশর।

পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, পেকুয়া উপজেলার দুই জায়গায়ই ভোটকেন্দ্রে আসার পথে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে এসব সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.