Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-২: ফলাফল প্রত্যাখ্যান ঐক্যফ্রন্ট প্রার্থীর

বানিয়াচং প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় তার নিজস্ব বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন তিনি।

এ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ রকম ভোট চুরির নির্বাচন কখনও দেখিনি। নৌকার সমর্থকরা বানিয়াচং, আজমিরীগঞ্জ আসনের সবকটি কেন্দ্রে তার মনোনীত এজেন্টদের বের করে দিয়েছে। কয়েকটি কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। মধ্যাহ্ন বিরতির কথা বলে ভোটারদের ভোট দিতে দেয়নি সরকারি দলের নেতারা।

পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারের সামনেই প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জাল ভোট দিয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন। পাশাপাশি এই আসনে তিনি পুনর্নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ২৩ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.