Sylhet Today 24 PRINT

রেকর্ড গড়ে নিরঙ্কুশ বিজয়ের পথে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতার ছবি পরিষ্কার হয়ে উঠেছে। মহাজোটের বাইরেও সরকার গঠনের জন্য নূন্যতম ১৫০ আসনের বেশি নিশ্চিত করেছে ক্ষমতাসীন দলটি। বেসরকারি প্রাপ্ত ফলাফলে মহাজোটের শরিক জাতীয় পার্টির থেকেও কম আসন পেতে যাচ্ছে রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি।

রোববার ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ পাওয়া ফলে দেখা গেছে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের জয়জয়কার। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ এককভাবে ১৫৬টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে আরও ৯৩টি আসনে। লাঙল প্রতীকে জাতীয় পার্টি ১৬টি আসন নিশ্চিত করেছে, এগিয়ে আছে আরও দুটিতে। বিএনপি এখনো পর্যন্ত জিতেছে ৪ আসনে, এগিয়ে আছে আরও একটিতে।

এছাড়া অন্যান্যরা জয়ী হয়েছেন আরও দুই আসনে।

এই নিয়ে টানা তৃতীয়বার আওয়ামী লীগ  সরকার গঠন করতে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে এই নিয়ে সবচেয়ে বেশি পঞ্চমবারের  মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ। আবারও প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনা দেশের ইতিহাসে সর্বোচ্চ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.