Sylhet Today 24 PRINT

নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখেই হয়েছে: পর্যবেক্ষক

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিদেশি ও স্থানীয় পর্যবেক্ষকদের একটি দল।

সদ্য সমাপ্ত হওয়া নির্বাচন নিয়ে তার উপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (৩১ ডিসেম্বর) এমন মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ ফোরামের নির্বাহী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব এম আবেদ আলী, কানাডার পর্যবেক্ষক তানিয়া ফসটার এবং ভারতীয় পর্যবেক্ষক ড. গৌতম ঘোষ বক্তব্য রাখেন।

তারা বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাররা শঙ্কামুক্তভাবে এবং অত্যন্ত উৎসবমুখর মেজাজে নিজেদের ভোট প্রয়োগ করতে পেরেছে।

শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার প্রশংসা করেছেন পর্যবেক্ষকরা।

তবে, রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনী সংঘাতে অন্তত ১৭ জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা উল্লেখ করেন, তাদের বিশ্বাস যে, ইসি এসব ঘটনার তদন্ত করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.