Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় নাদেলের বড় জয়

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রথমার প্রার্থী হয়েই সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- এ আসনের মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭৩ বাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫১৬৮ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী  এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫৭৫ ভোট।

রোববার বিকেলে ভোট গ্রহণের শেষপর্যায়ে নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন শাহীন ও সলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.