Sylhet Today 24 PRINT

ফেসবুকে মায়ের ছবি দিয়ে বিদ্বেষের শিকার চঞ্চল চৌধুরী

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৯ মে, ২০২১

৯ মে বিশ্ব মা দিবস। মা দিবস উপলক্ষ্যে ফেসবুকে অনেকেই নিজের মাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মায়ের ছবিও বন্ধুদের সাথে শেয়ার করছেন অনেকে।

গুণি অভিনেতা চঞ্চল চৌধুরীও ফেসবুকে নিজের সাথে মায়ের একটি ছবি যুক্ত করে লেখেন- মা।

এই ছবি দিয়েই সম্প্রাদিক বিদ্বেষের শিকার হতে হয় চঞ্চল চৌধুরীকে। অনেকেই এই অভিনেতার ধর্ম নিয়ে কটাক্ষ করেন।

বিদ্বেষ পোষণকারীদের কেউ কেউ লেখেন- 'এতোদিন জানতাম চঞ্চল চৌধুরী মুসলমান। আজ জানলাম হিন্দু।'

'মুসলমান ছাড়া অন্য কেউ বেহেস্তে যাবে না- এমন মন্তব্যও করেন কেউ কেউ।

এসব মন্তব্যে বিরক্ত চঞ্চল চৌধুরী লেখেন- ভ্রাতা ও ভগ্নিগন... আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি??? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’।

ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক...
আসুন,সবাই মানুষ হই????

অবশ্য চঞ্চল চৌধুরীকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করেছেন বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী। চঞ্চলের এই স্টাটাসেই সাংবাদিক আরিফুজ্জামান তুহিন লেখেন-

চঞ্চল চৌধুরীর মায়ের জন্য শ্রদ্ধা ও ভালবাসা।

বাংলাদেশ দিনকে দিন ভূতের পায়ে পেছনে হাটছে। একজন অভিনেতা, শিল্পী তিনি হিন্দু না মুসলমান সেই প্রশ্ন করা হচ্ছে। অথচ এ দেশে সব থেকে জনপ্রিয় নায়ক নায়িকারা হলেন হিন্দি মুভির? মাথায় কত আর্বজনা থাকলে মানুষ এসব নিয়ে কথা বলতে পারে।

নাকি হিন্দি মুভির নায়ক নায়িকাদের মত চঞ্চল চৌধুরী যথেষ্ট যৌন আবেদন রাখেন না?

মডারেট মুমিন ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা কোথায় জানতে পারি?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.