Sylhet Today 24 PRINT

মডেল মসজিদ থেকে সৌদি সহায়তা সরে গেলেও হাসিনা সরেননি

ডা. আতিকুজ্জামান ফিলিপ |  ০৯ জুন, ২০২১

বৃহস্পতিবার ছবির মতো অপূর্ব ও মনোমুগ্ধকর নির্মাণশৈলীর ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের মধ্যে সারাদেশে পর্যায়ক্রমে এমন ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। প্রথমে সৌদি সরকার এ মসজিদগুলো নির্মাণে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তারা তাদের প্রতিশ্রুতি থেকে সরে যায়। কিন্তু দমে যাননি জননেত্রী শেখ হাসিনা। তিনি নিজ উদ্যোগে অসীম দৃঢ়তার সাথে পদ্মাসেতুর মতো সম্পূর্ণ দেশীয় খরচে মসজিদগুলো নির্মাণের সিদ্ধান্ত নেন।

ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, জাতীয় বেতন স্কেলে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান এমন অনেক অনেক মহতি উদ্যোগসহ আরও যা যা বাংলাদেশ আওয়ামীলীগ সরকার এই দেশে ইসলামের জন্য করেছে; বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পর থেকে অদ্যাবধি ইসলাম ধর্মের সেবায় অন্যান্য সকল সরকার মিলে তার এক চিলতেও করেনি।

তাদের কেউবা সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় সংবিধানে 'বিসমিল্লাহ্‌' সংযুক্ত করেছে আবার কেউবা মদ-জুয়ার লাইসেন্স দিয়েছে কিংবা বহুদলীয় গণতন্ত্রের নামে জামায়াতে ইসলামীর মতো ধর্মব্যবসায়ী দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশে ধর্মের নামে চিরস্থায়ী অশান্তি ডেকে এনেছে। এটাই সত্য এবং এটাই বাস্তবতা।

আইরনি হলো, ইসলামের সেবায় এতকিছু করার পরও একটি গোষ্ঠী বা স্বার্থান্বেষী চক্র সবসময়ই বাংলাদেশ আওয়ামীলীগের গায়ে ইসলামবিদ্বেষের গন্ধ খুঁজেছে!

তাই আক্ষেপ নিয়ে বলতে হয়, সাধারণ মুসল্লিদের নামাজ-ইতেকাফ-ইবাদতের পাশাপাশি যদি কোন স্বার্থান্বেষী চক্র বা মহল এই দৃষ্টিনন্দন মসজিদগুলোতে বসে বাংলাদেশ আওয়ামী লীগের গায়ে ইসলামবিদ্বেষের তকমাকে আরও শক্তভাবে লেপটে দেওয়ার প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলেও মোটেও আশ্চর্য হবো না! কারণ এদেশে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের আইরনি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.