Sylhet Today 24 PRINT

আরিফের ইভ্যালি ছাড়ার সময় নিয়ে প্রশ্ন তুষারের

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালির চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন সম্প্রতি দাবি করেছেন তিনি আর ইভ্যালির সঙ্গে নেই। আরিফ জানিয়েছেন তিন মাস আগেই তিনি চাকরি ছেড়েছেন। তবে তার এই দাবি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তার চাকরি ছাড়ার সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবদুন নূর তুষার আরিফ আর হোসেন কখন ইভ্যালি ছেড়েছেন এনিয়ে প্রশ্ন তুলেছেন।

তুষার লিখেন, ‘‘আরিফ আর হোসেন আমার খুব প্রিয়। সে ইত্তেফাককে বলেছে যে সে ইভ্যালিতে এপ্রিল ২০২১-এ যোগ দিয়েছিল আর জুনে বের হয়ে গেছে। ইত্তেফাকে এটা লিখেছে। তাহলে মিথ্যা কথা বলেছিল ইভ্যালি? ২০২০ সালের ডিসেম্বরে আরিফের মতো দেখতে একজনকে তারা বিপণন কর্মকর্তা হিসেবে পোস্ট দিয়েছিল!’

‘‘২০২০ ডিসেম্বরের তিন তারিখ কোন আরিফের কথা লিখেছে ভেরিফায়েড পেজ? ক্রিকেট টিমের জার্সি দিতেও একজন আরিফ ছিল! মার্চের ২৫; ২০২১ এ মিশন এক্সট্রিম নামের এক ছবির স্পনসর হয়েছিল ই ভ্যালি। সেখানেও একই নামে একজন ছিল! কোরবানির ঈদের আগে জুনের ২০ তারিখে মিথিলার ওভিসি নিয়ে কথা বলেছে একজন। সব গুটিয়ে নিতে নিতে, তার নামও আরিফ!’’

তুষার আরও লিখেন, ‘আমি অবশ্য আরিফকে ফোন দিয়ে অনুরোধ করেছিলাম কিছু মানুষের আটকে থাকা টাকা ফেরত দিতে। আমার ধারণা সেই আরিফ আরেকজন। ডিসেম্বরের জন। না হলে নিশ্চয়ই টাকা ফেরত পেত সেই লোকেরা! কারণ এপ্রিলে যোগ দিয়ে জুন মাসে চাকরি ছেড়ে দেয়ার পরে ট্রিবিউনে ৩০ আগস্ট কর্মচারী ছাঁটাই বিষয়ে প্রধান বিপণন কর্মকর্তা হিসাবে তার মানে আরিফ আর-এর কমেন্ট আছে। ২৮ আগস্ট একই পত্রিকায় যমুনার বিনিয়োগ নিয়েও তার মন্তব্য আছে। সেখানে এখনো সে চিফ মার্কেটিং অফিসার বলা হয়েছে। জুন মাসে তাহলে কে চাকরি ছাড়ল? সেই ডিসেম্বরের আরিফ?

‘‘ইভ্যালি নিয়ে সঠিক তথ্য দিয়ে মানুষকে সাহায্য করা উচিত। আশা করি তাহসানকে যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট দিয়ে আটকানো হয়েছে সেরকম কিছু এখানে নাই। জনমানুষের উপকার হবে এমন তথ্য দিলে সেটা নন ডিসক্লোজারের আওতায় পড়ে না বলেই জানি। পোস্ট ট্রুথ পৃথিবীতে কোনটা যে কি বোঝার উপায় নাই। আরিফ-এর চাকরির বিষয়টা ইভ্যালির মতো রহস্যময় হয়ে গেল। পোস্ট ট্রুথ.... সত্য পরবর্তী পৃথিবীতে সত্য বলে কিছু নাই।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.