Sylhet Today 24 PRINT

‘মন খারাপে শাস্তি’, মন্ত্রী বললেন ‘মিথ্যাচার’

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২২

গত দুদিন ধরে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে- একে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (১৮ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত দুদিন ধরে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার। খসড়া নীতিমালায় এমন কোন বাক্য নেই।

তিনি আরও লিখেছেন, যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জানাচ্ছি যে, বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওটিটি প্লাটফরমে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়। এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিলো। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.