Sylhet Today 24 PRINT

তসলিমা নাসরিনের ‘৬ নির্বুদ্ধিতা’ ও ৪ বুদ্ধির কাজ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০২৩

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ভাষায় জীবনের ‘কয়েক লক্ষের’ মধ্যে আপাতত ‘৬ নির্বুদ্ধিতার’ এবং হাতেগোনা কিছু বুদ্ধির কাজের ৪টি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার বর্ণিল জীবনের কিছু খণ্ডচিত্রের ইঙ্গিত দিয়েছেন।

সিলেটটুডে টোয়েন্টিফোরের পাঠকদের উদ্দেশে তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাস তুলে ধরা হলো:

নির্বুদ্ধিতার কাজ কী কী করেছি— কয়েক লক্ষ’র মধ্যে আপাতত ৬টি।

১. না জেনে না বুঝে বিয়ে করেছি।
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে চাকরিরত অবস্থায় চাকরিতে ইস্তফা দিয়েছি।
৩. ইউরোপে যখন জনপ্রিয়তা তুঙ্গে, লিটারেরি এজেন্টদের অনেক অনুরোধ সত্ত্বেও কাউকে এজেন্ট নিযুক্ত করিনি।
৪. বিভিন্ন ইউরোপীয় ভাষার নামী প্রকাশকেরা বই ছাপাতে চাইলে আলসেমি করে বই দিইনি।
৫. ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য নাগরিকত্ব দেওয়া হলেও উপেক্ষা করেছি।
৬. এক অসৎ ডাক্তারকে এমনই বিশ্বাস করেছি যে সে মিথ্যের আশ্রয় নিয়ে আমার সুস্থ পা কেটে ফেলতে চাইলে কেটে ফেলতে দিয়েছি।

বুদ্ধির কাজ কী কী করেছি— হাতেগোনা কয়েকটির মধ্যে ৪টি।
১. তালাক দিয়েছি।
২. একা বাস করেছি।
৩. বিভিন্ন দেশে ভ্রমণ করেছি।
৪. স্মৃতিশক্তি ভালো থাকা অবস্থায় সাত খণ্ডে আত্মজীবনী লিখেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.