Sylhet Today 24 PRINT

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২৩

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘সংবিধান পরিপন্থী যেকোনো দাবি অব্যাহত রাখার ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ পরিকল্পনা করছে।

বুধবার (১২ জুলাই) এক টুইটে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।’

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার কথা রয়েছে দলটির। সম্মেলন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.