Sylhet Today 24 PRINT

ফেসবুকে বৈছার ‘হ্যাঁ’ এবং ছাত্রদলের ‘না’ লড়াই

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই সনদ ও সংবিধানের কিছু বিষয় উল্লেখ করে ‘না’ প্রচারণা চালাচ্ছে; অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের (বৈছা) ফেসবুক পেজ থেকে ‘হ্যাঁ’ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ প্রেরণ করে। সুপারিশে তারা জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা শুরু করেছেন। ফেসবুক পোস্টে তারা ‘না’ অবস্থান স্পষ্ট করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং সহসাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ‘না’ পোস্ট দিয়েছেন। এছাড়া ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়ে স্পষ্ট ‘না’ জানিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা এই পোস্টগুলো শেয়ার করছেন। এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়: ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- ❝ না ❞।
স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে- ❝ না ❞।
জাতীয় নির্বাচনের আগে গণভোটকে- ❝ না ❞।
শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের ❝ না ❞।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজেও ‘হ্যাঁ’ পোস্ট লক্ষ্য করা গেছে। তবে তারা স্পষ্ট করেনি কোন বিষয়ে ‘হ্যাঁ’ বলা হচ্ছে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনও জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিনে গণভোটের সুপারিশ করেছে। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, কমিশন দ্রুত সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শও রাখা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার জুলাই সংবিধান বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। কমিশন সংবিধানসংক্রান্ত ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রেখেছে। এদিকে ঐকমত্য কমিশনের এই সুপারিশকে জনগণের সঙ্গে এবং রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.