Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে যুদ্ধাপরাধী সাঈদীর ছেলে শামীমের কটূক্তি

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবসকেকে ব্যঙ্গ করে কটূক্তি করেছেন যুদ্ধাপরাধী সাঈদীর ছেলে শামীম সাঈদী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ফেসবুকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এক পোস্টে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেইন সাঈদীর ছেলে শামীম সাঈদী এ কটূক্তি করেন।

সুলতান মনসুর জাতির জনকের জন্মবার্ষিকীর শ্রদ্ধা জানানো পোস্টে লিখেন, "হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিনে উনার আত্মার মাগফেরাত এবং বাংলাদেশে গণমুখী ও গণতান্ত্রিক রাজনীতির পুনঃপ্রতিষ্টার লক্ষ্যে সকল কে ঐক্যবদ্ব্য হওয়ার আহবান জানাই ।"

একই পোস্টে যুদ্ধাপরাধীপুত্র শামীম সাঈদী মন্তব্যে ব্যঙ্গ করে লিখেন, তাঁর বিবাহ বার্ষিকীতে সরকারী ছুটি ঘোষণা হবে কি?

অনলাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেক্টর কমান্ডারস ফোরামের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার আহমেদ চৌধুরী আবদাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজাকারপুত্রের কাছ থেকে এর চেয়ে বেশি কিচ্ছু আশা করা যায় না। জাতির জনকের প্রতি কটাক্ষ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অতি সত্তর গ্রহণ করা হোক।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.