Sylhet Today 24 PRINT

‘এরশাদ জয় যুক্ত হতেই থাকবে’

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৬

ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ১৯৭১ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির বিপরিতে রাষ্ট্রধর্মের বিধানের এরশাদীয় পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেন ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ বিশিষ্ট নাগরিক।

সোমবার (২৮ মার্চ) হাইকোর্ট রিটকারী সংগঠনের রিটের এখতিয়ার নেই বলে রিট খারিজ করেন। এ নিয়ে কবি সৈয়দ ওয়ালী ফেসবুকে প্রশ্ন রেখে লিখেন, 'ধর্মনিরপেক্ষতা' শব্দটির যথাযথ মর্মার্থ আদৌ কি বুঝে উঠতে পারবে এই দেশের মানুষেরা কোনদিন?

তিনি এর মাধ্যমে এরশাদ জয়যুক্ত হয়েছে এবং এরশাদ জয় যুক্ত হতেই থাকবে বলে মন্তব্য করেন।

কবি সৈয়দ ওয়ালীর ফেসবুক স্ট্যাটাসের বিস্তারিত-

'ধর্মনিরপেক্ষতা' শব্দটির যথাযথ মর্মার্থ আদৌ কি বুঝে উঠতে পারবে এই দেশের মানুষেরা কোনদিন? মনে হয় না। অন্যের উপর যে কোন বিষয়ে প্রভুত্ব করার পৈতৃক-অর্বাচীন চরিত্র যে জাতির বেশিরভাগ মানুষ বহন করে সেই জাতির পক্ষে এই শব্দের যথাযথ মর্মার্থ বোঝা সম্ভব নয়।

সুতরাং এই বর্বর, প্রভুত্বকামী, বলদদের দেশে-
এরশাদ জয়যুক্ত হয়েছে
এরশাদ জয়যুক্ত হবেই
এরশাদ জয় যুক্ত হতেই থাকবে।

জয় বিশ্ব লম্পটের জয়!
জয় দুর্জনের জয়!

এসো সখা,
এই দারুণ সুস্থির প্রসন্ন সময়ে
শুনি, 'আনন্দ ধারা বহিছে ভুবনে'!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.