Sylhet Today 24 PRINT

‘শেখ হাসিনা বলেছিলেন তিনদিক বন্ধ করে চট্টগ্রাম যাবার রাস্তা খোলা রাখো’

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৫ মে, ২০১৬

২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের লংমার্চ পরবর্তী কীভাবে তাদেরকে ঢাকা থেকে সরানো হয়েছিল সে সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে ফেসবুকে লিখেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

শাকিল লিখেছেন, প্রধানমন্ত্রী তৎকালীন আইজিকে বলেছিলেন , " তিনদিক বন্ধ করে চট্টগ্রামের দিকে যাবার রাস্তা খোলা রাখো। মাদ্রাসার ছোট বাচ্চাদের খাবার ও পানি দিয়ে বাড়ীতে যাবার টাকা-পয়সা দিও"। পৃথিবীর সমর-ইতিহাস বলে, বিচক্ষণ সেনাপতিই পারেন সবচেয়ে কম ক্ষতিতে যুদ্ধ জয় করতে।

মাহবুবুল হক শাকিল-এর ফেসবুক পোস্টের বিস্তারিত-

আজ ৫ মে। ২০১৩ সালের এইদিনে মতিঝিলের শাপলা চত্ত্বরে দেখেছিলাম হেফাজতিদের আস্ফালন। খালেদা জিয়া তৈরি ছিলেন মসনদের ঘ্রাণ নিতে, এরশাদ পানি সাপ্লাই দিয়ে যাপিত জীবনের পাপমোচনে ব্রতী ছিলেন।

বিকাল থেকেই গণভবনে ছিলাম। দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী আর বিচক্ষণ সিদ্ধান্ত, সৈয়দ আশরাফের শীতল ধমক।

প্রধানমন্ত্রী তৎকালীন আইজিকে বলেছিলেন , " তিনদিক বন্ধ করে চট্টগ্রামের দিকে যাবার রাস্তা খোলা রাখো। মাদ্রাসার ছোট বাচ্চাদের খাবার ও পানি দিয়ে বাড়ীতে যাবার টাকা-পয়সা দিও"। পৃথিবীর সমর-ইতিহাস বলে, বিচক্ষণ সেনাপতিই পারেন সবচেয়ে কম ক্ষতিতে যুদ্ধ জয় করতে।

বেগম খালেদা জিয়া তখন স্বপ্নভঙ্গের বেদনায় অকাতরে ঘুমাচ্ছেন। রাত বাজে সাড়ে তিনটা।

বাংলাদেশ এখনো বঙ্গবন্ধুর কথা বলে, অসাম্প্রদায়িকতার পতাকার গায়ে জড়িযে থাকে লক্ষ শহীদের লাল-সবুজ।

যতোদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.