Sylhet Today 24 PRINT

‘যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি ঈদের চাঁদ দেখার আনন্দের মতো উপভোগ্য’

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১০ মে, ২০১৬

শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ।

ব্যাংকার রাশেদ রনী ফেসবুকে দেওয়া এক পোস্টে একে তিনি ঈদের চাঁদ দেখার আনন্দের সঙ্গে তুলনা করে লিখেছেন, আজ রাতেই ফাঁসি এ উত্তেজনা ভীষণ উপভোগ্য।

রাশেদ রনীর ফেসবুক পোস্টের বিস্তারিত-

আসামীকে ফাঁসীর রায় পড়ে শোনানোর পর প্রাণভিক্ষা চাওয়ার একটা সময়সীমা থাকে, সেই সময়টুকু ক্ষেপণের সুযোগ যুদ্ধাপরাধী নিজামি অবশ্যই নিবে এবং ফাঁসী কার্যকরের সকল প্রস্তুতি গ্রহণ করা সত্যেও আইনানুযায়ী প্রাণভিক্ষা চাওয়ার এই সুযোগ কারা কর্তৃপক্ষও দিবে ... এই হিসাব মতে আজ রাতে নিজামিকে ঝুলিয়ে দেবার কোন সম্ভাবনা নেই, এমনকি আগামী গোটা কয়েক দিন এই নিয়ে বিলম্ব হওয়াটাই স্বাভাবিক ।

তবে "আজ রাতেই কি ফাঁসী!"- এই যে উত্তেজনাটা, সেটা সত্যিই ভীষণ উপভোগ্য, অনেকটা ঈদের চাঁদ আজই দেখা যাবে কি! যাবে না! অনেকটা সেই রকম উত্তেজনা

রাজাকারদের ফাঁসী কার্যকরের পূর্ববর্তী এই সময়টাই সবচেয়ে বেশি উপভোগ্য, শুয়োরগুলো মৃত্যুদণ্ড নিশ্চিত জেনে ভেতরে ভেতরে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, ভাবতেই কঠিন আনন্দ লাগে ...

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.