Sylhet Today 24 PRINT

উদয়ন এক্সপ্রেসে একদিনের বিভ্রম!

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ২৪ মে, ২০১৬

চাহিবা মাত্র মিলছে ট্রেনের টিকেট। কালোবাজারির ঝামেলা নেই। একেবারে সময় মতো ছাড়ছে ট্রেন। যাত্রীদের স্যার সম্বোধন করা হচ্ছে। নেই হকারদের জ্বালাতন।

উদয়ন এক্সপ্রেস ট্রেনে ভ্রমনে এমনই এক 'ব্যতিক্রমী' অভিজ্ঞতা হয়েছে সাংবাদিক হাসানাত কামালের। বাংলাদেশের ট্রেনের হিসেবে এমন অভিজ্ঞতা তো বিরলই বটে!

নিজের এই 'বিরল' অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেছেন হাসানাত কামাল। এই অভিজ্ঞতাকে নিয়ে অভিহিত করেছেন- 'উদয়ন এক্সপ্রেসে একদিনের বিভ্রম' হিসেবে।

ফেসবুকে হাসানাত কামাল লিখেছেন-


 
চাওয়া মাত্রই কাঙ্খিত টিকেট। কালোবাজারি কিংবা প্রতারণা ঠেকাতে সার্বক্ষণিক মনিটর করছে একটি টিম।

চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেন ছাড়ার সিডিউল টাইম রাত ৯টা ৪৫ মিনিট। আমাদের ধারণা ছিলো কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব তো হবেই। কিন্তু সবাইকে অবাক করে ঘড়ির কাটায় ৯টা ৪৪ মিনিট ৬০ সেকেন্ডে ট্রেন ছাড়লো।

আমাদের আসন ছিলো স্নিগ্ধায় (প্রথম শ্রেণী, এসি চেয়ার)। কোনো হকার নেই। নেই ভিক্ষুক, ফেরিওয়ালা। যাত্রীদের সেবায় একাধিক কর্মচারি। সবাইকে স্যার বলে সম্মোধন করছে। কম্পার্টমেন্টের টয়লেটও থকথকে, ঝকঝকে। আছে পরযাপ্ত পানি। এসিও ঠিকঠাক।

বিমানের গতিতে চললো ট্রেন। ভোর সাড়ে ৪ টায় নামিয়ে দিলো শ্রীমঙ্গল স্টেশনে।
যেন স্বপ্নকে অতিক্রম করা বাংলাদেশের এক ট্রেন সার্ভিস। আমার মতো সহযাত্রী সবাই অবাক।

তবে শঙ্কা এটা কি একদিনের বিভ্রম!

সহযাত্রীরাও একমত এমন সেবা দিলে ভাড়া বাড়ালেও সমস্যা নাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.