Sylhet Today 24 PRINT

জঙ্গিদের ‘বস্তুগত সহায়তা দেওয়া’য় টুইটার-গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত এক শিক্ষার্থীর পরিবার টুইটার, গুগল ও ফেসবুকের নামে মামলা দায়ের করেছে। মঙ্গলবার দায়ের করা ওই মামলায় সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে জঙ্গিদল ইসলামিক স্টেটকে ‘বস্তুগত সহায়তা’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। গুগল ও ফেসবুক কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করলেও এখনও টুইটার কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

নোহেমি গনজালেস নামের ওই শিক্ষার্থীর পরিবার সান ফ্রান্সিস্কোর এক ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে। মামলায় আদালতের প্রতি ওই সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী আইন ভঙ্গ করার জন্য রুল জারি করার আবেদন করা হয়। মামলায় বলা হয়, ‘অনেক বছর ধরে এই সামাজিক মাধ্যমগুলো তাদের উগ্রপন্থী প্রচারণা চালিয়ে যাচ্ছে, তহবিল ও নতুন সদস্য সংগ্রহ করে আসছে।’

এ প্রসঙ্গে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে গুগল জানায়, ‘জঙ্গিদলের সদস্য সংগ্রহ করার বিষয়ে আমাদের স্পষ্ট নীতিমালা রয়েছে এবং যে কোন সহিংস ভিডিও সম্পর্কে ব্যবহারকারীদের দিক থেকে আপত্তি উঠলে আমরা তা দ্রুত সরিয়ে ফেলি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠনের চালানো অ্যাকাউন্ট বা আমাদের নীতিমালা ভঙ্গকারী অ্যাকাউন্টও আমরা মুছে দেই।’

এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষও প্রায় একই ধরনের এক বিবৃতি দিয়েছে। ফেসবুকের বিবৃতিতে বলা হয়, ‘কোন জঙ্গিদল বা জঙ্গি উপাদানের জন্য ফেসবুকে কোন স্থান নেই।এ ধরনের বিষয় সম্পর্কে জানামাত্র আমরা সে সব সরিয়ে ফেলার চেষ্টা করি।’

টুইটার কর্তৃপক্ষ থেকে এখনও এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.