Sylhet Today 24 PRINT

‘খুনির খুন কেনো সঠিক পদ্ধতিতে হলো না? আহা মানুষ বড় পদ্ধতি প্রিয় প্রাণী’

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

সম্প্রতি দেশব্যাপী গুপ্তহত্যার আসামীদের বন্দুকযুদ্ধে নিহত হবার ঘটনার পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

জঙ্গিদের 'বিচার বহির্ভূত হত্যাকান্ড' ঘটিয়ে পুলিশ মূল হোতা আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন অনেকে। কারো কারো মত আইনি প্রক্রিয়ায় এদের বিচার না করে কথিত বন্দুকযুদ্ধে দেয়া বিষয়টির সমাধান করবে না।

তবে ভিন্নমতও জনিয়েছেন কেউ কেউ। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও দুর্বলতার কারণে এসব জঙ্গিরা অপরাধ করেও কয়েকদিন পরে জামিন পেয়ে যায় বল অনেকের।

ব্লগার হাসান মোরশেদ এই বিষয়ে ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসে লিখেছেন:

খুনির খুন হওয়া নিয়ে দেখছি তেমন আপত্তি নেই, অন্তত: প্রকাশ্যে। রাগ-অনুরাগ কেবল এই জায়গায়- আহা, খুনির খুন কেনো সঠিক পদ্ধতিতে হলোনা? বিচার ব্যবস্থা নামে একটি পদ্ধতিগত ব্যাপার তো আছে আমাদের !

আহা মানুষ বড় পদ্ধতি প্রিয় প্রানী :)

আচ্ছা, প্রায় খুন হয়ে যাওয়া ঐ গণিত শিক্ষকটির কোন খবর কি জানি আমরা? তার জন্য কোন রাগ-অনুরাগ?

 

প্রসঙ্গত, মাদারীপুরে শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টাকালে আটক হিযবুত তাহরির সদস্য ফাইজুল্লাহ ফাহিম শুক্রবার মধ্যরাতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। একদিন পর শনিবার মধ্যরাতে ব্লগার অভিজিৎ রায়ের খুনের প্রধান আসামী শরিফুল ওরফে সাকিবকে একইভাবে নিহত হবার খবর দেয় ডিবি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.