Sylhet Today 24 PRINT

তাহলে মাঝে কেন বললেন, ‘দায়’ নেব না?

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

এখন 'ক্রসফায়ারে' জঙ্গিদের হত্যা করা হলেও আগে কেনো সরকারের তরফ থেকে কেনো বলা হলো গুপ্তহত্যার দায় নেয়া হবে না- এমন প্রশ্ন তুলেছেন সাংবাদিক হাসান মামুন। সরকার আগে থেকে কঠোর হলো গুপ্ত হত্যা কিছুটা হলেও কমতো বলে মন্তব্য করেছেন তিনি।

রােববার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে হাসান মামুন লিখেন-

'ক্রসফায়ারে' আজও একজন চিহ্নিত সন্দেহভাজন গুপ্তঘাতক নিহত হওয়ার খবর রয়েছে।

এর উদ্দেশ্য কী সরকারের কঠোর মনোভাব সংশ্লিষ্টদের কাছে পাঠানো?

তাহলে মাঝে কেন এতবার বললেন যে, 'দায়' নেব না?

এখন লোকে যদি বলে, ক্রসফায়ারের দায়ও তো নিতে হবে?

এর চেয়ে ভালো ছিল না-কি শুরু থেকেই বলা যে, খুন হলে কিন্তু খুনের বিচার হবে। 'কারণ' শুনব না। মুখের দিকেও তাকাব না।

বলা যেত, অভিযোগ থাকলে মামলা করো। খুন করতে যেও না ভাই। সে অধিকার তোমাকে কেউ দেয়নি।

এভাবে বললে পুলিশ উপযুক্ত মেসেজ পেত আর গুপ্তঘাতকরাও।

গুপ্তহত্যা একটু হলেও কমতো। পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণেও রাখা যেত।

এখন প্রতিবেশী দেশের ক্ষমতাবান সরকারটিও যে উদ্বিগ্ন হয়ে পড়ল, সেটা কি ভালো দেখাচ্ছে?


উল্লেখ্য, শনিবার  রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডিএমপির চিহ্নিত জঙ্গি শরীফ নিহত হয়। শরীফ লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের পরিকল্পনাকারী বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.