Sylhet Today 24 PRINT

শপিং আপাততঃ স্থগিত করে ঘরে ফিরে যাওয়া উচিত

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

ঢাকার গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষিত অনলাইন এক্টিভিস্ট হাসান মোরশেদ 'একসাথে সবাইকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে' বলে উল্লেখ করেছেন।

শুক্রবার রাতে গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর ফেসবুকে এমনটি লিখেন তিনি।

ফেসবুকে হাসান মোরশেদ লিখেন-

টিভি সম্প্রচার বন্ধ করে দেয়া হোক। এটা ফাজলামোর মুহুর্ত না।

আপডেটঃ টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার বন্ধ হয়েছে। এই মুহুর্তে নাগরিক হিসাবে আমাদের কর্তব্য কী হতে পারে? ঘটনাস্থলের আশ পাশ থেকে সরে যাওয়া। নিরাপত্তা বাহিনী জানে তাদেরকে কী করতে হবে। অলআউট একশন হবে নিঃসন্দেহে।
শুধু এই এরিয়া না, ঢাকার এবং ঢাকার বাইরের শহরগুলোতে ও রাতের শপিং আপাততঃ স্থগিত করে প্রত্যেকের নিজের ঘরে ফিরে যাওয়া উচিত। আমরা কেউ জানিনা টোটাল প্ল্যান হিসেবে সিরিজ এটাক ও হতে পারে।

এবং সরকার ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা/ ব্যাঙ্গ তামাশা- এইসব ফাজলামী করার ঢের সময় হাতে আছে। অন্ততঃ এই মুহুর্তে না। সলিডারিটি প্রয়োজন। একসাথে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা ২০ বিদেশী নাগরিককে জিম্মি করে রেখেছে। এতে ওসিসহ অন্তত ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ২০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.