Sylhet Today 24 PRINT

অনলাইনে সন্দেহ ও উস্কানিমূলক কিছু দেখলে পুলিশকে জানান

অনলাইন ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

রাষ্ট্র ও জনগণের জন্যে হুমকিস্বরূপ সন্ত্রাস বিষয়ক যে কোন ধরনের সন্দেহজনক ও উসকানিমূলক অনলাইন কর্মকাণ্ড দেখলে সেটা পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজ থেকে এ অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সন্দেহজনক পোস্ট, আইডি, লিংক সাইবার সন্ত্রাস সংক্রান্ত যে কোন ধরণের হুমকি জানলে তা জানানো যাবে।

এজন্যে ডিএমপি'র এই ইমেইল [email protected]  ঠিকানায় জানাতে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.