Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু বেঁচে থাকলে সুন্দরবন বাঁচত!

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

সুন্দরবনের অদূরে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে অনেক দিন থেকেই আন্দোলন করছেন পরিবেশবাদী ও প্রগতিশীল আন্দোলনের কর্মীরা।
রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের চরম ক্ষতির আশঙ্কা জানিয়ে আসছেন বিশ্লেষকরাও। তবে এসব আন্দোলন ও সমালোচনার মধ্যেই সম্প্রতি ভারতীয় কোম্পানির সাথে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে সরকার।

এ ব্যাপারে সাংবাদিক ও পরিবেশ কর্মী হোসেইন সোহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে নিশ্চয়ই সুন্দরবনের ক্ষতি হতে দিতেন না।


তিনি লিখেছেন: 

আমার বিশ্বাস
বঙ্গবন্ধু বেঁচে থাকলে সুন্দরবনের এতো বিশাল ক্ষতি হতে দিতেন না। অথচ সবকিছুকে মাড়িয়ে সুন্দরবনের ভয়ংকর ক্ষতির যে শেষ পেড়েক ঠুকে দিলেন তিনি তারই কন্যা। সুন্দরবন ধ্বংসের কলঙ্কিত অধ্যায়ের রচিয়তা হিসেবে ইতিহাসের পাতায় তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তর...।
জয় হোক রামপাল ।। পরাজয় ঘটুক প্রকৃতির।।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.