Sylhet Today 24 PRINT

রেড ক্রিসেন্টে টেস্টে এক ব্যক্তির রক্তের দুই গ্রুপ!

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

সিলেট রেড ক্রিসেন্টে রক্তের স্যাম্পল নিয়ে ক্রস ম্যাচিং করাতে গিয়ে দুইবার একই টেস্টে দুই ধরনের গ্রুপ এসেছে বলে দাবি করেছেন এক রোগীর স্বজন। তারপর সেই রিপোর্ট গ্রহণে প্রতিষ্ঠানটি অপারগতাও জানিয়েছে বলে জানান তিনি।

সুকান্ত দেব নামের রোগীর ওই স্বজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার অভিজ্ঞতার কথা তোলে ধরে লিখেছেন:

বাবা অসুস্থ হয়ে হাসপাতালে, তাকে তিন ব্যাগ রক্ত দিতে হবে.......তো গ্রুপিং, ম্যাচিং এর জন্য রক্তের স্যাম্পল নিয়ে গেলাম রেড ক্রিসেন্টে আর কাহিনী শুরু। তাদের টেস্টে বাবার রক্ত নাকি একবার O(+ve) আরেকবার A(+ve) দেখাচ্ছে, তাই তারা রিপোর্ট দিতে অপারগ। তারা রেফার করলো ওসমানী হাসপাতালের সিনিয়র মাইক্রোবায়োলজিস্টের কাছে যা শুক্রবারে হবে না। এদিকে মহৎ কিছু মানুষের চেষ্টায় রক্তের ডোনার রেডি। চেষ্টা করলাম আরো দুই জায়গায় কিন্তু হলো না কারণ সিলেটে যে আজ শুক্রবার (সিলেটে শুক্রবার যেভাবে পালিত হয় তাতে মনে হয় এর পরের দিনই সব কিছু ধ্বংস হয়ে যাবে)।

বাবার অবস্থা খুব খারাপও না আবার খুব ভালও না। সবাই দোয়া করবেন উনার জন্য।

ধন্যবাদ জানাই জালাল ভাই, লায়েক ভাই, অন্তু, অমত্য কেরানী এবং তালগাছ সুদীপ্তকে খুব তাড়াতাড়ি দুই গ্রুপেরই রক্ত ম্যানেজ করে দিবার জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.