Sylhet Today 24 PRINT

অতিরিক্ত যে কোনো কিছুই অসুস্থতা, এমনকি সেলফি তোলার বদভ্যাসটিও

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

কক্সবাজারে এক যাত্রীর সেলফি তোলার কারণে বিধ্বস্ত হয়ে গেছে একটি হেলিকপ্টার। মারা গেছেন ওই যাত্রী। শুক্রবার সকালে কক্সবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে লেখক আরিফ জেবতিক লিখেছেন, অতিরিক্ত যে কোনো কিছুই অসুস্থতা, এমনকি স্থানকালপাত্র ভুলে গিয়ে সেলফি তোলার বদভ্যাসটিও একটি প্রাণঘাতী অসুস্থতাই মাত্র।

শুক্রবার রাতে দেওয়া এই স্ট্যাটাসে আরিফ জেবতিক লিখেন-

১. অনেক অনেক কাল আগের কথা।

নার্সিসাস নামের এক অপূর্ব সুন্দর তরুণ ছিলেন। পেশায় শিকারি। খুবই দেমাগি এই নার্সিসাস কারো প্রেমকেই পাত্তা দিতেন না। একদিন নেমেসিস তাঁকে ভুলিয়ে ভালিয়ে এক পুকুর পারে নিয়ে গেলেন। পুকুরের স্বচ্ছ জল বড্ড টলমলে। সেখানে নার্সিসাস প্রথমবারের মতো তাঁর নিজের ছায়া দেখলেন। কী অপূর্ব সেই চেহারা! নিজের চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন নার্সিসাস। নিজের প্রেমে পড়ে গেলেন। এমনই সে প্রেম, জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকেন তো থাকেন। মিনিট যায়-ঘণ্টা যায়, দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, নার্সিসাস নিজের চেহারা থেকে চোখ সরাতে পারেন না। একদিন এভাবেই তিনি সেখানে প্রাণ দিলেন।

গ্রিক মিথলজির এই নার্সিসাস এর নাম থেকেই এসেছে নার্সিসিজম শব্দটি। নার্সিসিজম এক ধরনের মানসিক রোগ, অতিরিক্ত আত্মপ্রেম এই অসুস্থতার ধরন।

২. হেলিকপ্টারের দরজা খুলে সেলফি তুলতে গিয়ে পুরো হেলিকপ্টারটিই ধ্বংস হলো আর নিজের প্রাণ দিলেন শাহ আলম স্বয়ং। খুবই দুঃখজনক ঘটনা।

আপনার হয়তো হেলিকপ্টার নেই, তবে সেলফি তোলার ফোন তো আছে, তাই না?

সতর্ক হোন।

আপনি নার্সিসিজম এ ভুগছেন হয়তো।

বাসের জানালা খুলে কি চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলা লোকজন ইদানীং চোখে পড়ে।

পুকুরের জলের স্থলে আপনার আছে স্মার্ট ফোন। সেই ফোনে নিজের ছবি তুলে পরিচিত অপরিচিত মানুষের সামনে সেগুলো মেলে ধরতে আপনার প্রাণ আকুলিবিকুলি করে সেটা আমি জানি। তবু নিজের পরিবারের মানুষগুলোর জন্য আরো কিছুদিন বেঁচে থাকার চেষ্টা করুন।

অতিরিক্ত যে কোনো কিছুই অসুস্থতা, এমনকি স্থানকালপাত্র ভুলে গিয়ে সেলফি তোলার বদভ্যাসটিও একটি প্রাণঘাতী অসুস্থতাই মাত্র। এর বেশি কিছু নয়।

উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত বিমানটি ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিয়ে ফিরছিলো। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.