Sylhet Today 24 PRINT

ফটোশপ করবেন না, অযথা শত্রু বাড়িয়ে কী লাভ?

সাইফুল আলম |  ১২ অক্টোবর, ২০১৬

বাটলারদের সাথে আমাদের ক্রিকেটারদের মাঠে ঘটে যাওয়া সামান্য ঘটনা নিয়ে আমাদের দর্শকদের এমন কিছু করা উচিত হবে না, যাতে আমাদের দর্শকদের বিষয়ে বাকি বিশ্বের ক্রিকেটামোদীরা ভুল ধারণা পায়। বিশেষ করে ফটোশপ।

ফটোশপে কোনো বিদেশি ক্রিকেটারকে বিকৃতভাবে উপস্থাপন করা উচিত না।

আমাদের মনে রাখা উচিত, আমাদের মিডিয়ার চেয়ে ব্রিটিশ মিডিয়া হাজার গুণ বেশি ফ্যানাটিক, তারা তিলকে তাল করে না, তিলকে কাঁঠালের আকার দিতে জানে। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া ঠিক না।

দিনশেষে ক্রিকেট একটা খেলাই, অযথা শত্রু বাড়িয়ে কী লাভ? মজা করাই যাই, কোথায় থামতে হবে সেটা জানা জরুরি। অন্য দেশের দর্শকরা করছে বলে আমরা করব, এটা কোনো কথা না। খারাপ কাজ দেখে নাই বা শিখলাম!

তার চেয়ে আমরা যেভাবে খেলছি, এভাবে খেলতে থাকলে বাইরের দর্শকরা আমাদেরকে সম্মান দিতে বাধ্য হবে, সেটাই হয়।

সাইফুল আলম : শিক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.