Sylhet Today 24 PRINT

১০ টাকার চালে চলছে ‘হরিলুট’, খালেদার টুইট

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৬

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির দরের চাল নিয়ে ‘হরিলুট’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক টুইটার বার্তায় তিনি বলেছেন, এসব শুনে তিনি যুগপৎ ‘লজ্জিত ও স্তম্ভিত’।

আওয়ামী লীগের ‘সচ্ছল লোকরা’ এধরনের ‘হরিলুট’ করছে বলে অভিযোগ তার।

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, তার সরকারের আমলে গরীবরা পাঁচ কেজি পর্যন্ত চাল কম দামে কিনতে পারতো।

খালেদা জিয়া অভিযোগ করেন, 'এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের সচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে। গরীবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। হতদরিদ্র পরিবারগুলো মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।

এই চাল কালোবাজারি থেকে শুরু করে বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের সচ্ছল নেতারাও হতদরিদ্র হিসেবে নিজেদের নাম তালিকায় উঠিয়ে চাল নিচ্ছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.