Sylhet Today 24 PRINT

‘পুতিন’ একটা স্টাইলের নাম

সাব্বির খান |  ১০ নভেম্বর, ২০১৬

সাবেক আমলের কথা বলছি, যখন তৃতীয় বিশ্বের কোন দেশে নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতা হতো মূলত বিশ্বের দুই বা তিন পরাশক্তি ব্লকের অর্থ ও প্রভাবের মধ্যে।

যুগ বদলেছে-নির্বাচন যুদ্ধের ধরনও বদলেছে, যা দেখা গেল সদ্য সমাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে।

এই প্রথমবারের মত বিশ্ব দেখলো, কিভাবে রাশিয়ার আশির্বাদে (ঝাড়-ফুক-তাবিজ) ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ভোটকেন্দ্র খোলার একঘণ্টা আগেও কে-না জানতো যে হিলারি প্রায় ৭০-৮০% ভোট পেয়ে নির্বাচিত হবেন? সারা মার্কিনমুলুকের তাবৎ বাঘা বাঘা মিডিয়া মোঘলরা হিলারিকে সরাসরি সমর্থন দিয়েও 'পুতিন-সুনামির' কাছে টিকতে পারল না কেউ।

প্রমাণিত হলো- "পুতিন একটা যুগের নাম, একটা স্টাইলের নাম"।

নোট. ভবিষ্যৎ বিশ্ব-রাজনীতির মেরুকরণের ইঙ্গিত দিয়ে মি. ট্রাম্পকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  • সাব্বির খান : রাজনৈতিক বিশ্লেষক।

[ফেসবুক থেকে]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.