Sylhet Today 24 PRINT

নারী দিবসে খাদিজার রায়: বার্নিকাটের টুইট

সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৭

আন্তর্জাতিক নারী দিবসেই বিচার পেলেন খাদিজা। আর এ রায়ে সন্তুষ্টি জানিয়েই টুইটারে টুইট করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

তিনি বুধবার ১টা ৫৬ মিনিটে তার আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টে দেয়া টুইটে লিখেন, “আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের একটি আদালতের রায় নারী ও মেয়েদের উপর সহিংসতার আঘাত হেনেছে (On #IWD2017 , a court verdict in Bangladesh strikes a blow against violence affecting women and girls.)”।

বুধবার আন্তর্জাতিক নারী দিবসের সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালত খাদিজাকে হত্যার উদ্দেশ্যে হামলার অপরাধে একমাত্র আসামী বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

গত বছরের ৩ অক্টোবর মুরারি চাঁদ কলেজ ক্যাম্পাসে চাপাতি নিয়ে খাদিজার উপর হামলার চালায় শাবিপ্রবি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলম।

গুরুতর আহত খাদিজার দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারি বাড়ি ফিরে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.