Sylhet Today 24 PRINT

ফরহাদ মজহারকে দ্রুত গ্রেপ্তারের দাবি

সোশ্যাল মিডিয়া ডেস্ক  |  ১৫ জুলাই, ২০১৭

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার ব্যক্তিগত কারণে ঘরছাড়া হয়ে নিজেকে অপহৃত হিসেবে প্রচার করে বাংলাদেশকে বিশ্বদরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছেন এ অভিযোগ এনে তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি।

২০১৩ পরবর্তী জামায়াত-হেফাজতের সহিংসতার মতাদর্শিক লিডার হিসেবেও মজহারকে বিচারের আওতায় আনার আহবান তাঁর।

নোমান লিখেছেন:

ফরহাদ মজহারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কারণ, একান্ত ব্যক্তিগত কারণে ঘরছাড়া হয়ে নিজেকে অপহৃত হিসেবে প্রচার করে বাংলাদেশকে তিনি বিশ্বদরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছেন। এই অপচেষ্টা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, কেন তিনি ২০১৩ পরবর্তীকালে জামায়াত-হেফাজতকে একই প্লাটফর্মে আনার জন্য নিরন্তর অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

এই অপচেষ্টার পেছনে যে বাংলাদেশ রাষ্ট্রে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র রয়েছে এবং তিনি সেই খেলাফতের খলিফা হওয়ার দুঃস্বপ্ন দেখছিলেন, তা সচেতনমহলের কাছে চন্দ্র-সূর্যের মতো স্পষ্ট।

তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই অপচেষ্টার পেছনে ইসলামিক স্টেট বা আইএস-এর নেপথ্য ইন্ধন রয়েছে কিনা।

তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে হবে, বিগত বছরগুলোতে জঙ্গি তৎপরতায় তার ইন্ধন ছিল কিনা। না থাকলে কেন তিনি উস্কানি দিয়েছিলেন?

একইসঙ্গে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি তদীয় স্ত্রী ফরিদা আখতারকেও। কারণ তিনিও তার স্বামীর গুমষড়যন্ত্রের অংশীদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.