Sylhet Today 24 PRINT

এয়ারপোর্টে ভিসা অনুবাদের সরকারি রেইট কত?

মোহাম্মদ ইউসুফ |  ২৭ জুলাই, ২০১৭

সৌদি আরবের মূল ভিসা কিংবা ছুটিতে আসার সময় নেয়া এক্সিট-এন্ট্রি ভিসা আরবিতে থাকে। চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ইত্যাদির জন্য এর ইংরেজি পার্টিকুলার্স প্রয়োজন হয়।

এয়ারপোর্টে কিছু অনুমোদিত প্রাইভেট প্রটোকল কোম্পানি ১০০-২০০ টাকা রেইটে এই অনুবাদ করে টুকটাক ব্যবসা করতো।

আমিও কিছু বলতাম না। ভাবতাম, বাইরে অনুবাদ করলেও তো কিছু খরচ হতো।

কয়দিন আগে কিউরিসিটি থেকে অনুবাদ কার্যক্রম দেখতে গেলাম। দেখলাম, সৌদি সরকারের ভিসা চেকের একটি ওয়েবসাইটে পাসপোর্ট আর আকামা নম্বর ইনপুট দিলেই পার্টিকুলার্স চলে আসে। আর সেটার প্রিন্ট দিলেই ৩০ সেকেন্ডে কাজ শেষ।

ও আচ্ছা, এই তবে অনুবাদের কাহিনী :

আমাদের প্রবাসী কল্যাণ ডেস্কের সবাইরে ডেকে ১০ মিনিট অনুবাদের কোর্স করিয়ে দিলাম। আর একটু লেকচার দিয়ে বললাম, এখন এই যে বসে বসে মাছি মারেন, ভাল্লাগে? আপনারা যদি দেখেন, লোকজন লাইন ধরে ডেস্কের সামনে আছে, কেমন লাগবে?

তারাও উৎসাহী হয়ে সাইনবোর্ড লাগিয়ে দিলো, বিনামূল্যে ভিসা অনুবাদ করে দেয়া হয়।

দুইদিন পর তারা আমার কাছে অভিযোগ নিয়ে আসলো, মানুষজন তাদের কাছে অনুবাদ করতে যায় না। তারা অনুরোধ করেও নিতে পারে না। লাইন ধরে পয়সা দিয়ে প্রাইভেটে অনুবাদ করে সবাই।

চিন্তার বিষয়! নিজেই গেলাম। লাইনের অনেককে বোঝানোর চেষ্টা করলাম, সরকারিভাবে বিনামূল্যে করে দেয়া হচ্ছে, ওখানে যান।

যায় না! উল্টা সবাই আমার দিকে কেমন কেমন তাকায়। একজন আবার আইসা আমারে ধমকও দিলো, আপনি কেডা?

আঁচ করতে পারলাম। এয়ারলাইন্স কাউন্টার থেকে প্রটোকল কোম্পানির ইশারায় এদেরকে মন্ত্র দিয়ে এদিক পাঠিয়ে দেয়।

তো, কোম্পানির লোকজনকে ডেকে নিয়ে আসলাম। বললাম, এক বাজারে একই পণ্যের দুই রেইট থাকতে পারে না। সরকারি সংস্থার প্রায়োরিটি। তাদেরকে ফলো করেন।

এখন প্রবাসী কল্যাণের সামনে লাইন লেগে থাকে। তারাও এনজয় করছে ব্যাপারটা।

কিন্তু সমস্যা হলো, এক সাংবাদিক ভাই আমারে ফোন কইরা প্রশ্ন করলো, - আপনি নাকি এয়ারপোর্টে ভিসা অনুবাদ বন্ধ করে দিছেন, এটা কি আপনি পারেন?

- বন্ধ করি নাইতো ভাই। ওরা আপনারে ভুল ইনফরমেশন দিছে। সরকারি রেইটে করতে বলছি!

- ও আচ্ছা, তাইলেতো ঠিকাছে। সরকারি রেইট কত?

- শূন্য শূন্য টাকা

ভাই লজ্জা পেয়ে ফোন রেখে দিলেন।

  • মোহাম্মদ ইউসুফ: বিমানবন্দরে কর্মরত সরকারি কর্মকর্তা।
  • লেখাটি ফেসবুক থেকে নেওয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.