Sylhet Today 24 PRINT

সুন্দর দৃশ্যগুলো মুছে যাচ্ছে... আফসোস!

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৭

লেখক অনন্ত বিজয় দাশ হত্যার বিচার দাবিতে মিছিলে পুত্রবধূসহ বাদল কর

রোববার সকালে শেষ বিদায় নিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা বাদল কর। বিকেলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

বাদল করের মৃত্যুতে তাঁর ছেলে নাট্যকর্মী হিতাংশু ভূষণ কর বাবুকে স্বান্তনা দিয়ে কবি ও সাংবাদিক সজল ছত্রী ফেসবুকে লিখেছেন-

কদিন আগেই আমার বাবা মারা গেছেন, বাবা মারা যাবার শূন্যতা কেমন, আমি তা টের পাই... হিতাংশু ভূষণ কর বাবুদা, শোক আর শ্রদ্ধা দুটোই থাকুক হৃদয়ে, ভুলার প্রয়োজন নাই...

ছেলের নববিবাহিতা বৌকে সাথে নিয়ে অন্যের জন্য আন্দোলনের মিছিলে অগ্রভাগে হাঁটছেন এক দৃপ্ত মানুষ... নগরজীবনে এসে আমার এখন পর্যন্ত দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে এটি একটি।

সুন্দর দৃশ্যগুলো মুছে যাচ্ছে... আফসোস!

পৃথিবীর সকল বাবার জন্য শ্রদ্ধা।

উদীচীর মিছিলে পুত্রবধূসহ বাদল কর

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি ও উদীচী, সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বাদল কর আজীবন প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ৭৪ বছর বয়সে রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.