Sylhet Today 24 PRINT

এনজয় দ্য ডেথ ফেস্ট

আরিফ জেবতিক |  ০৪ মার্চ, ২০১৮

কোপ খেল আসিফ মহিউদ্দিন, মারা গেল রাজীব হায়দার।  আপনি হা রে রে রে করে উঠে বললেন, 'নবীজির নামের খারাপ কথা লিখেছে, এজন্য কোপ খেয়েছে।'
ধারাবাহিকতায় খুন হলো অভিজিৎ। সে ছিল ভালো নাস্তিক, যুক্তিটুক্তি বিজ্ঞান টিজ্ঞান নিয়ে কথা বলত, নবীজিরে গালি দেয়া তার কাজ ছিল না। আপনি বললেন, 'তবু..সে তো নাস্তিকই ছিল।'

দীপন নাস্তিক ছিল না, তবে বিজ্ঞানের বই যেহেতু প্রকাশ করেছে, তার মৃত্যুটাও আপনার কাছে তেমন অযৌক্তিক মনে হয়নি।

এবার মুহম্মদ জাফর ইকবাল, অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন, কিন্তু উনি নাস্তিক না হইলেও উনারে 'নাস্তিক' ট্যাগ যেহেতু লাগানো আছে, আপনে উল্লাস করতেছেন। কারন আপনি এসব ভ্যাজালে নাই। আপনি ১০০% পিওর মুসলিম।

তো, একটা জিনিস কি খেয়াল করেছেন? ইতিমধ্যে তালিকাটা ধীরে ধীরে আপনার দিকে এগুচ্ছে?

নাস্তিক হত্যা জায়েজ করার পরে এখন নাস্তিক ট্যাগ জায়েজ করতেছেন আপনে। তারপর কী হবে? যখন আর নাস্তিক ট্যাগধারীরাও থাকবে না, তখন?

গত পরশু 'নবীজি নূরের তৈরী কী না' সেই বিতর্কে সংঘর্ষে সিলেটে মারা গেছে ২ জন।

ঢাকায় ইদানীং একটা জিনিস দেখি। জামাতে সুরা ফাতেহা পাঠের পর যারা জোরে আমীন বলে তাঁদের দিকে আরেকদল চোখ গরম করে তাকায়। পা ছড়িয়ে নামাজ নাকি পা গুটিয়ে নামাজ, হাত পেটের উপর নাকি বুকের উপর-এসব নিয়ে বেশ তর্কবিতর্ক শুনি; এগুলো কখনোই ছোটবেলায় শুনিনি।

আমি নিশ্চিত কয়েকদিন পরেই জোরে আমীন আর আস্তে আমীন বলা নিয়ে খুনোখুনি শুরু হবে।

সো, ভাইলোগ,- আপনি মরবেন।
নাস্তিক হলেও মরবেন, আস্তিক হলেও মরবেন। মসজিদে নামাজ পড়তে গিয়ে জোরে আমীন-আস্তে আমীনের কোনো একটা ভেজালে আপনি মরবেন।

সৌদি আরবের ক্যালেন্ডারে রোজা রাখা কিংবা দেশে চাঁদ দেখে রোজা রাখা-এই বিতর্কে রোজাদার অবস্থায়ও আপনি মরবেন।

হেলিকপ্টারে চড়া শফি হুজুরের দিকে কোনো এক রাফি হুজুরের লোকেরা মিসাইল তাক করবে শিগগীর।

ধর্মীয় উন্মাদনাকে হাততালি দিয়ে উৎসাহিত করার যে ধারা আপনি নিয়েছেন, এর মূল্য আপনিও চুকাবেন শিগগীর।

আপনার রক্তাক্ত ক্রন্দনরত শিশুর ছবি দিয়ে ঐ দূর কোনো দেশের আরেকদল ফেসবুক এক্টিভিস্ট হ্যাশট্যাগ মারবে, #সেভ_বাংলাদেশ !

টিল দ্যান-এনজয় দ্য ডেথ ফেস্ট।

আরিফ জেবতিক: লেখক।  
(ফেসবুক থেকে সংগৃহিত)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.