Sylhet Today 24 PRINT

‘ডাক্তার হয়ে কিন্তু দেখা করো’

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

নেপালে ইউএস বাংলার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার ৬৭ জন যাত্রীর মধ্যে ১৩ জন ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। এদের মধ্যে অন্তত ৪ জান মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

এনিয়ে ফেসবুকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মৈত্রেয়ী দেব লেখেন-

পরশু আঞ্জিলার সাথে কথা হইছে। বলছিলো, "ম্যাডাম এক্সাম শেষ, আশীর্বাদ করবেন। আমরা বাড়ি যাব।" আমি বলেছিলাম, ডাক্তার হয়ে কিন্তু দেখা করো।

আমি F2 ব্যাচের টিউটোরিয়াল টিচার ছিলাম।তাই নিগা, আঞ্জিলা, প্রিন্সি ছিলো আমার কাছে মেয়ের মত। শেষ ক্লাসের দিন আমাকে জড়িয়ে ধরে মেয়েগুলা কাঁদছিলো। যখন ই দেখা হতো হাসিমুখে জড়িয়ে ধরতো।

কি যে কষ্ট হচ্ছে। ভগবান সবাইকে রক্ষা করো।

এই বিমানে যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল প্রুফ দিয়ে ছুটিতে নিজেদের দেশে বেড়াতে গিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.