Sylhet Today 24 PRINT

আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন: রুবেল হোসেন

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৮

নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। শেষ ওভারে বোলার সৌম্য সরকার থাকলেও এর ঠিক আগের ওভারেই ২২ রান দেন দেন রুবেল হোসেন। এতে বাংলাদেশের দিকে হেলে থাকা ম্যাচ অনেকটাই ভারতের মুঠোয় চলে যায়। খেলা শেষে দর্শকদের অনেকেও রুবেলকে দোষারূপ করছেন।

যদিও ওই এক ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন রুবেল। ম্যাচের আগের ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটনম্যান শেখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে নেন রুবেল।

তবে ১৯ নম্বর ওভারে এমন খরুচে বোলিংয়ের জন্য নিজেও অনুতপ্ত রুবেল। এজন্য ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ডানহাতি এই পেসার।

নিজের ফেসবুক পেজে রুবেল হোসেন লেখেন-


ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।

যদিও রুবেলের এমন স্ট্যাটাসের নিচে অনেকেই তাকে স্বান্তনা জানিয়ে মন্তব্য করেছেন। রুবেলের ক্ষমা চাওয়ার কিছু নেই নিজের শতভাগ দিয়েই তিনি চেষ্টা করেছেন- এমন মন্তব্য করেছেন সমর্থকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.