Sylhet Today 24 PRINT

সরকারের ‘মূল শত্রু’ আওয়ামী লীগ

সাব্বির খান |  ২০ এপ্রিল, ২০১৮

দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক যে সক্ষমতা থাকা উচিত ছিল, তা নেই বললেই চলে। দুই টার্মে ক্ষমতায় থেকেও দলটি সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা হয়নি।
রাজনৈতিক দলগুলোর কাজ কি শুধু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকা, প্রশ্ন করা যেতেই পারে!

একটা আদর্শিক এবং উন্নয়নমনস্ক সরকারের প্রধান সহযোগী হয় মূলত সরকার-দলের কর্মী ও নেতারা। সরকারের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি হয় দলের নেতাকর্মীদের মাধ্যমে। সেই অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণের সাথে সম্পর্কোন্ননে কতটুকু সফল, সে প্রশ্ন তোলা যেতেই পারে।

জনবিচ্ছিন্নতা একটা দেশের সরকারকে "পুলিশ-স্টেট"-এর দিকে ধাবিত করে। পাশাপাশি দলের অভ্যন্তরেও দেখা দিতে পারে মারাত্মক দুর্নীতি ও বিশৃঙ্খলা।

আমার পর্যবেক্ষণে, "সরকার দেশের উন্নয়ন করছেন ঠিকই, কিন্তু আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো সরকারের মারাত্মক ক্ষতি করে দিচ্ছে, যার খেসারত হয়ত দিতে হতে পারে আগামী নির্বাচনে"।

তবে সব খেসারতের দায় নিতে হবে বরাবরের মত "একজন"-কেই!

  • সাব্বির খান: রাজনৈতিক বিশ্লেষক, লেখক।
  • [ফেসবুক থেকে]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.