মাসকাওয়াথ আহসান

২৮ এপ্রিল, ২০১৮ ১৪:১১

সময় যেমন তেমন সাজো!

ভারতীয় উপমহাদেশের এক শ্রেণীর মানুষ ক্ষমতা-কাঠামোকে খুশি করতে সবই করতে পারে। হয়তো ইতিহাসে বেশির ভাগ সময় বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়ে শাসিত হওয়ায় ক্ষমতার 'ওম'-কে নিজের চেয়েও বেশি ভালোবাসে এরা।

৪৭ সালের পর পাকিস্তান ক্ষমতা কাঠামোকে খুশি করতে জিন্নাহ টুপি পরে ঘুরতো অনেকে। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার হবার "মুজিব কোট" পরে ঘুরতো অনেকে। ক্ষমতার পালাবদলে জিয়াউর রহমান ক্ষমতায় এলে অনেকে সাফারি পরে ঘুরতো।

এরপর আরেক সময়ে খালেদা জিয়া ক্ষমতায় এলে তাকে খুশী করতে; অনেক বাবা-মা স্কুলের যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় বাচ্চাকে কাদা মাখিয়ে কোদাল ডালি হাতে "জনতার জিয়া" সাজিয়ে পাঠিয়ে দিতো। কেউ কেউ বাচ্চাকে "ম্যাডাম" সাজিয়েও পাঠাতো।

আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পাকাপাকিভাবে ক্ষমতায় এলে বাবা-মা বাচ্চাকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুখস্থ করিয়ে এমপি-মন্ত্রীকে শুনিয়ে মুগ্ধ করে দিচ্ছে। যেমন খুশী তেমন সাজোতে অনেকে বাচ্চাকে "বুবু" সাজিয়েও পাঠাচ্ছে।

ক্ষমতার সাথে মিলেমিশে থাকার চেষ্টায় মরিয়া এইসব জনমদুখী লোকজনকে দেখে আশংকা জাগে; যেহেতু আওয়ামী লীগ-বিএনপি দুটি দলেই নারী নেতৃত্ব; তাদেরকে খুশী করতে ভবিষ্যতে হয়তো অনেক পুরুষ মানুষ শাড়ি পরে ঘুরবে।

  • [ফেসবুক থেকে]

আপনার মন্তব্য

আলোচিত